Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদনের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১.

নামজারী ও জমা খারিজ

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্বক পক্ষগণকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ সাপেক্ষে কোন আপত্তি না থাকলে অনুমোদন।

ক) আবেদন বাবদ কোর্ট ফি ৫.০০(পাঁচ) টাকা।

খ) নোটিশ জারী ফি ২.০০(দুই) টাকা (অনধিক ৪ জনের জন্য)। এর অধিক প্রতি জনের জন্য আরো ০.৫০ টাকা হিসাবে আদায় করতে হবে।

গ) রেকর্ড সংশোধন ফি ২০০.০০ (দুইশত) টাকা।

ঘ) প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ২৫.০০(পচিশ) টাকা। সর্বমোট= ২৩২.০০ (দুইশত বত্রিশ) টাকা + নোটিশ জারীর ফি ৪ এর অধিক প্রতি জনের জন্য আরো ০.৫০ টাকা হিসাবে।

এখানে উল্লেখ্য যে, আবেদন বাবদ ৫.০০ (পাচ) টাকা কোর্ট ফি এর মাধ্যমে এবং অবশিষ্ট ফি ডি.সি. আর এর মাধ্যমে আদায় করতে হবে। 

 

৪৫(পয়তাল্লিশ)দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে নামজারী আপিল দায়েরকরণ।

০২.

কৃষি খাস জমি বন্দোবস্ত

নির্ধারিত ফর্মে প্রদত্ত আবেদন গ্রহণ, আবেদন বাছাই, বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ।বন্দোবস্ত অনুমোদনের পর দলিল সম্পাদন করে রেজিষ্ট্রেশনের জন্য প্রেরণ। বন্দোবস্ত অনুমোদন এর পর রেকর্ড সংশোধন ও দলিল হস্তান্তর ।

৬০(ষাট)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

০৩.

অকৃষি খাস জমি বন্দোবস্ত

আবেদন প্রাপ্তির পর তদন্ত শেষে নথি সৃজন ক্রমে বন্দোবস্তের প্রস্তাব প্রেরণ।

১৫(পনের)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

০৪.

ভূমি উন্নয়ন কর

মালিকানা সংক্রান্ত কাগজপত্র প্রদর্শন পূর্ব্বক ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়নকরের টাকা পরিশোধ করে রশিদ গ্রহণ

০২(দুই)দিন

সহকারী কমিশনার (ভূমি)বরাবরে আপত্তি দায়ের করণ।

০৫.

অর্পিত সম্পত্তি বন্দোবস্ত ও নবায়ন

যথাযথ তদন্ত সাপেক্ষে সঠিক পাওয়া গেলে নবায়নের সুপারিশ সহকারে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রস্তাব প্রেরণ।

১৫(পনের)দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়েরকরণ।

০৬.

জলমহাল (২০একর পর্যন্ত)  

ইজারা প্রদান, ইজারা ফি আদায়, দখল প্রদান।

৩০(ত্রিশ)দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়েরকরণ।

০৭.

জলমহাল (২০একরের উর্ধ্বে) 

ইজারাদার বরাবর দখল প্রদান।

০৩(তিন)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

০৮.

বালু মহাল

ইজারাদার বরাবর দখল প্রদান।

০৩(তিন)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

০৯.

হাট বাজার

ইজারাদার বরাবর দখল প্রদান।

 

চান্দিনা ভিটি একসনা লাইসেন্স ভিত্তিক বন্দোবস্তের আবেদন প্রাপ্তির পর তদন্ত শেষে প্রতিবেদন প্রেরণ।

০৩(তিন)দিন

 

 

১৫(পনের)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

১০.

পর্চা প্রদান

ভূমি উন্নয়নকরের রশিদ প্রাপ্তির পর রেকর্ড মতে পর্চা প্রদান।

০৩(তিন)দিন

 

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

১১.

শ্রেণীপরিবর্তন

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত পূর্ব্বক উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন প্রেরণ। 

১৫(পনের)দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বরাবরে আপত্তি দায়েরকরণ।

১২.

ভূমি মালিকানা সনদপত্র প্রদান

আবেদন প্রাপ্তির পর যথাযথ তদন্ত সাপেক্ষে আবেদনকারীর নামে রেকর্ড থাকলে সনদপত্র ইস্যু।

১৫(পনের)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

১৩.

জাবেদা নকলের জন্য নথি ও খতিয়ান কপি প্রেরণ

আবেদন প্রাপ্তির পর নথি ও খতিয়ান কপি প্রেরণ।

০৩(তিন)দিন

 

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

১৪.

বিভিন্ন দরখাস্তের উপর কার্যক্রম গ্রহণ

আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবরে তদন্তের জন্য প্রেরণ এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

১৫(পনের)দিন

উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আপত্তি দায়েরকরণ।

ছবি